গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় কঠোর পদক্ষেপ নিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রেফতারকৃত ৫১ জন পরীক্ষার্থীর বিষয়ে এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, মামলার অধিকতর তদন্ত ও জালিয়াতি চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ আসামিদের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ২৬ জন পরীক্ষার্থীর প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, ১৭ জন নারীসহ বাকি ২৫ জন পরীক্ষার্থীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঘটনাটি ঘটে গত শুক্রবার, যখন গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার মোট ৪৩টি কেন্দ্রে একযোগে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলা থেকে ৩৭ জন, পলাশবাড়ী থেকে ১২ জন এবং ফুলছড়ি থেকে ২ জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং এই অপরাধী চক্রের শেকড় খুঁজে বের করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।