অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ এবার নজর দিয়েছেন বলিউডের দিকে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খানের মতো ভারতীয় মহাতারকাদের সঙ্গে কাজ করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে এই চমকপ্রদ তথ্য জানান স্মিথ।
উইল স্মিথ মনে করেন, ভারতীয় শিল্পীরা হলিউডে নিয়মিত কাজ করলেও পশ্চিমা তারকাদের বলিউডে উপস্থিতি বেশ কম। তিনি এই প্রথা ভাঙতে চান। আলাপকালে স্মিথ জানান, বড় পর্দার কাজের বিষয়ে সালমান খানের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা সেরেছেন তিনি। এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্টের কথা থাকলেও তা সফল হয়নি। তবে হাল ছাড়েননি স্মিথ; এবার তিনি সরাসরি শাহরুখ খানের প্রজেক্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন এবং মজার ছলে কিং খানকে প্রশ্ন করেছেন— ‘কী খবর?’
ব্যক্তিগত জীবনে আইনি বিতর্ক ও নানা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে গেলেও স্মিথের এই বলিউডপ্রীতি বিশ্ব বিনোদন পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোনরা যেভাবে হলিউড জয় করেছেন, স্মিথ কি পারবেন উল্টো পথে হেঁটে বলিউডে নিজের জায়গা করে নিতে? সেই উত্তরের অপেক্ষায় এখন ভক্তরা।