পঞ্চম প্রচেষ্টায় অবশেষে ধরা দিল কাঙ্ক্ষিত সাফল্য। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব আসরে ক্যারিয়ারের প্রথম পুরস্কারটি জিতে নিলেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে। জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একজন প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর (মিউজিক্যাল বা কমেডি)’ বিভাগে এই সম্মান অর্জন করেন।
এই বিভাগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জর্জ ক্লুনির মতো কিংবদন্তিরা। এর আগে ‘কল মি বাই ইয়োর নেম’ থেকে ‘ওংকা’ পর্যন্ত চারবার মনোনীত হয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। পুরস্কার গ্রহণের সময় আবেগঘন কণ্ঠে শ্যালামে বলেন, “বিগত সময়ের হারগুলোই আজকের এই জয়কে আরও মধুর করে তুলেছে।” তিনি তাঁর বাবা এবং পরিচালক জশ সাফদির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিনয়ের পাশাপাশি প্রচারণাতেও শ্যালামের সক্রিয় অংশগ্রহণ ছবিটিকে ব্যবসায়িক সাফল্য এনে দিয়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত সিনেমাটি ৮৪ মিলিয়ন ডলার আয় করেছে। সমালোচকদের প্রশংসা ও অন্যান্য পুরস্কার আসরে সাফল্যের কারণে শুরু থেকেই শ্যালামে দৌড়ে এগিয়ে ছিলেন।