News দুই সেকেন্ডেই ৭০০ কিমি গতি—চীনের ম্যাগলেভ ট্রেনে নতুন বিশ্বরেকর্ড

দুই সেকেন্ডেই ৭০০ কিমি গতি—চীনের ম্যাগলেভ ট্রেনে নতুন বিশ্বরেকর্ড

সোশ্যাল শেয়ার

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা মাত্র দুই সেকেন্ডের মধ্যে একটি ট্রেনকে শূন্য থেকে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ত্বরান্বিত করে নজির সৃষ্টি করেছেন। পরীক্ষায় দেখা গেছে, এতটাই দ্রুত ত্বরণ যে বুঝে ওঠার আগেই ট্রেনটি দৃষ্টির বাইরে চলে যায়।

দেশটির দ্রুততম ম্যাগলেভ ট্রেন ব্যবহার করেই এই পরীক্ষা চালানো হয়। প্রায় এক টন ওজনের একটি ট্রেনকে অবিশ্বাস্য এই গতিতে পৌঁছে দেওয়ার পাশাপাশি গবেষকরা সেটিকে নিরাপদে থামাতেও সক্ষম হয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় অর্জিত এই গতি একটি নতুন ‘বৈশ্বিক মানদণ্ড’ স্থাপন করেছে। এর ফলে এটি এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপারকন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি প্রকাশিত পরীক্ষার ফুটেজে দেখা যায়, ম্যাগলেভ ট্র্যাকজুড়ে চ্যাসিসের মতো একটি গাড়ি ঝলমল করতে করতে মুহূর্তেই চরম ত্বরণ অর্জন করে এবং লাইনের শেষে গিয়ে থেমে যায়।

চীনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি জি বলেন, “অত্যাধুনিক এই সুপারকন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হওয়ায় চীনের অতিদ্রুত ম্যাগলেভ পরিবহন নিয়ে গবেষণা আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।”

সোশ্যাল শেয়ার