বুধবার দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সমীকরণ ভারতের জন্য কোনো ‘হুমকি’ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল বর্তমানে সক্রিয় রয়েছে।
জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী, তা পর্যবেক্ষণ করা জরুরি। তিনি নিশ্চিত করেন যে, ভারতের তিন বাহিনীই (সেনা, নৌ ও বিমান) বাংলাদেশের সমপর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এমনকি ভারতের একটি প্রতিনিধিদল সম্প্রতি মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছে।
সেনাপ্রধানের মতে, এই নিবিড় যোগাযোগের মূল উদ্দেশ্য হলো কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা তথ্য বিভ্রাট রোধ করা। তিনি আশ্বস্ত করেন যে, প্রতিবেশী দেশগুলোর বর্তমান সামরিক কার্যক্রম ভারতের বিরুদ্ধে পরিচালিত নয়। সক্ষমতা বৃদ্ধি একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া যা সব দেশই করে থাকে। পরিশেষে তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।