মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘অপারেশন কুটিপ’ নামে বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সম্প্রতি সেলায়াং ও জালান ক্লাং লামা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ভবনের ছাদের ওপরে, আবার কেউ পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে বাঁচার চেষ্টা করেন। অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি জানান, সেলায়াং থেকে ৭৯ জন এবং জালান ক্লাং লামা থেকে ৭১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের ১৭ থেকে ৫৫ বছর বয়সী নাগরিক রয়েছেন। তারা মূলত সিকিউরিটি গার্ড, নির্মাণ শ্রমিক ও লন্ড্রি কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
তদন্তে দেখা গেছে, আটককৃতরা অত্যন্ত ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতেন। এছাড়া অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ায় ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।