শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের পুত্রবধূ হতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। পাত্র আর কেউ নন, জনপ্রিয় চিত্রনাট্যকার রাহুল মোদি। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন বলিপাড়ায় উড়ছিল, যা এখন পরিণতির দিকে এগোচ্ছে।
রাহুল মোদি ক্যামেরার পেছনে থাকলেও বলিউডে বেশ প্রভাবশালী। ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ও ‘প্যায়ার কা পঞ্চনামা ২’-এর মতো সফল ছবির চিত্রনাট্যকার হিসেবে তিনি পরিচিত। আম্বানিদের অনুষ্ঠান থেকে শুরু করে ডিনার ডেট—সবখানেই এই জুটির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের জবাবে শ্রদ্ধা নিজেই তাঁর বিয়ের খবর নিশ্চিত করেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের মতো শ্রদ্ধাও তাঁর জীবনের বিশেষ দিনটির জন্য বেছে নিয়েছেন রাজস্থানকে। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে রাজকীয় আয়োজনে সম্পন্ন হবে তাঁদের বিয়ে। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী প্রথা মেনেই চার হাত এক হবে এই যুগলের। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের খবর অনুযায়ী বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে।
#CelebWedding