News যে কারনে পুলিশ কে এলোপাতাড়ি কোপানো হলো

যে কারনে পুলিশ কে এলোপাতাড়ি কোপানো হলো

সোশ্যাল শেয়ার

ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকায় এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফিশারি মোড় এলাকায় এই অতর্কিত হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, একটি মারামারির মামলায় এজাহারভুক্ত আসামি আরিফুলকে ধরতে এসআই ফরিদ আহমদের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নিয়ে ফেরার পথে আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ’ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে আসামিকে ছিনিয়ে নেয়। আহত পুলিশ সদস্যদের বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আসামির বাবা সাগর আলীকে আটক করা হয়েছে। পলাতক আরিফুল ও হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আরিফুল এর আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার প্রধান অভিযুক্ত।

 

সোশ্যাল শেয়ার