চলতি জানুয়ারি মাসে সারা দেশে শৈত্যপ্রবাহের দাপট শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই মাসে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। গত চার দিন শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত বজায় থাকতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পঞ্চগড় জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা টানা সাত দিন ধরে দেশের সর্বনিম্ন।
তাপমাত্রার মানদণ্ড অনুযায়ী, ৮-১০ ডিগ্রিকে মৃদু এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কনকনে শীতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাড়তি যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।