নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনব্যাপী স্মরণোৎসব। আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উৎসবের ৩৩তম আসর। এবারের স্লোগান: ‘আসুক যতই ঝড়-ঝঞ্ঝা নিকষ অন্ধকার, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের বাতিঘর’।
উৎসবের সময়সূচি ও আয়োজন ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরণ শোভাযাত্রা ও সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ১২১তম মঞ্চায়ন। ১৬ জানুয়ারি: একই সময়ে ও মঞ্চে সেলিম আল দীনের ধ্রুপদী নাটক ‘হরগজ’-এর ৫০তম মঞ্চায়ন।
জাহিদ রিপনের নির্দেশনায় এই দুই প্রযোজনা উৎসবের মূল আকর্ষণ। নির্দেশক জানান, নাট্যাচার্যের আদর্শ ও বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণের প্রয়াস থেকেই নাটক দুটি মঞ্চে আনা হয়েছে। ‘হরগজ’ নাটকটি ১৯৮৯ সালের মানিকগঞ্জের প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতায় রচিত, যা মানবিক বিপর্যয় ও আধ্যাত্মিক চেতনার মিশেল। অন্যদিকে, ‘চিত্রাঙ্গদা’ নাটকে উঠে এসেছে নারীর আত্মপরিচয় ও প্রেমের গভীর দর্শন। বাংলা নাটকের এই প্রবাদপুরুষ ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াত হন। তার জীবন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই স্বপ্নদলের এই নিয়মিত আয়োজন।