News স্বপ্নদলের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

স্বপ্নদলের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

সোশ্যাল শেয়ার

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনব্যাপী স্মরণোৎসব। আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উৎসবের ৩৩তম আসর। এবারের স্লোগান: ‘আসুক যতই ঝড়-ঝঞ্ঝা নিকষ অন্ধকার, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ মোদের বাতিঘর’।

উৎসবের সময়সূচি ও আয়োজন ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরণ শোভাযাত্রা ও সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ। ১৫ জানুয়ারি  সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ১২১তম মঞ্চায়ন। ১৬ জানুয়ারি: একই সময়ে ও মঞ্চে সেলিম আল দীনের ধ্রুপদী নাটক ‘হরগজ’-এর ৫০তম মঞ্চায়ন।

জাহিদ রিপনের নির্দেশনায় এই দুই প্রযোজনা উৎসবের মূল আকর্ষণ। নির্দেশক জানান, নাট্যাচার্যের আদর্শ ও বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণের প্রয়াস থেকেই নাটক দুটি মঞ্চে আনা হয়েছে। ‘হরগজ’ নাটকটি ১৯৮৯ সালের মানিকগঞ্জের প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতায় রচিত, যা মানবিক বিপর্যয় ও আধ্যাত্মিক চেতনার মিশেল। অন্যদিকে, ‘চিত্রাঙ্গদা’ নাটকে উঠে এসেছে নারীর আত্মপরিচয় ও প্রেমের গভীর দর্শন। বাংলা নাটকের এই প্রবাদপুরুষ ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াত হন। তার জীবন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই স্বপ্নদলের এই নিয়মিত আয়োজন।

সোশ্যাল শেয়ার