২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি আজ ঢাকায় পৌঁছেছে। ফিফা ও কোকা-কোলার যৌথ উদ্যোগে আয়োজিত ১৫০ দিনের বিশ্বভ্রমণের অংশ হিসেবে ভারত হয়ে এটি বাংলাদেশে এলো। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালেও ট্রফিটি বাংলাদেশে এসেছিল।
ট্রফি প্রদর্শনী ও নিয়মাবলী: আজ সকাল ১০টায় ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেলা ১:৩০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে এটি প্রদর্শিত হবে। তবে এটি দেখার সুযোগ কেবল কোকা-কোলার বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য সীমিত। দর্শনার্থীদের জন্য কিছু কঠোর নিয়ম রয়েছে। ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ।নির্ধারিত টিকিট প্রদর্শন বাধ্যতামূলক।বড় ব্যাগ, ধারালো বস্তু বা কোনো দেশের পতাকা বহন করা যাবে না।
বিশেষ আকর্ষণ: ৬.১৭৫ কেজি ওজনের নিরেট সোনার এই আসল ট্রফিটির সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। নিয়ম অনুযায়ী, কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও রাষ্ট্রপ্রধানরাই এটি স্পর্শ করতে পারেন। ঢাকা সফর শেষে ট্রফিটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে। আগামী ১২ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে বিশ্বকাপের।