নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো তাদের ন্যূনতম প্রতিশ্রুতিও রক্ষা করেনি বলে অভিযোগ করেছে ১২টি সংগঠনের মোর্চা ‘নারী রাজনৈতিক অধিকার ফোরাম’। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলেই কোনো নারী প্রার্থী নেই। এমনকি দলগুলো তাদের ঘোষিত ৫ শতাংশ নারী মনোনয়নের লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি।
সংগঠনের প্রতিনিধি রিতু সাত্তার বলেন, দলগুলোতে যোগ্য নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও তাদের নীতিনির্ধারণী পর্যায়ে রাখা হচ্ছে না। নির্বাচন কমিশনের ‘জেন্ডার ইনক্লুসিভ’ নির্বাচনের দাবি কেবল কাগজেই সীমাবদ্ধ। বক্তারা সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার সুযোগ দাবি করেন। ৫৪ বছরের ইতিহাসে এবারই নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম, যা রাজনৈতিক ব্যবস্থার জন্য হতাশাজনক।
ফোরাম নেতা সামিনা ইয়াসমিন উল্লেখ করেন, দেশে নারী ভোটার প্রায় অর্ধেক হওয়া সত্ত্বেও তাদের রাজনৈতিকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। দলগুলো ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে আইনি পদক্ষেপের বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। পরিশেষে, নারীদের আস্থাহীনতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।