News ৫০তম বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন

৫০তম বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন

সোশ্যাল শেয়ার

দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় পরীক্ষা ৫০তম বিসিএসে এবার অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, গত ৩ ডিসেম্বর আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর এই চূড়ান্ত সংখ্যা নিশ্চিত হয়। গত কয়েক বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে; ৪৩তম বিসিএসে রেকর্ড ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন আবেদন করেছিলেন।

পিএসসি এবার “ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার” লক্ষ্য বাস্তবায়নের জন্য দ্রুত নিয়োগের রোডম্যাপ গ্রহণ করেছে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা এবং ১০ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। চূড়ান্ত ফলাফল প্রতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

এই বিসিএসে মোট ২,১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ১,৭৫৫ জন ক্যাডার ও ৩৯৫ জন নন-ক্যাডার পদে। স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ চিকিৎসক, প্রশাসন ২০০, পুলিশ ১১৭, কৃষি ১২০ এবং শিক্ষা ক্যাডারে ১৩৯ প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫ থেকে ৩০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলি ৩০ থেকে ২৫ নম্বর, তবে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও নৈতিকতা বিষয়ে নম্বর বেড়েছে। ভূগোল, সাধারণ বিজ্ঞান ও মানসিক দক্ষতার নম্বর অপরিবর্তিত রাখা হয়েছে।

সোশ্যাল শেয়ার