News ৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

সোশ্যাল শেয়ার

দীর্ঘ ৫২ বছর পর চাঁদের কক্ষপথে মানুষ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নাসা। ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর ‘আর্টেমিস ২’ হতে যাচ্ছে প্রথম মানববাহী চন্দ্রাভিযান। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই ঐতিহাসিক যাত্রা শুরু হবে।

নভোচারী দলে আছেন নাসার রিড ওয়াইজম্যান (কমান্ডার), ভিক্টর গ্লোভার (পাইলট), ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। যানবাহন হিসেবে এসএলএস (SLS) রকেট এবং ওরিয়ন মহাকাশযান।যাত্রার উদ্দেশ্য মূলত ওরিয়ন মহাকাশযানের ‘লাইফ সাপোর্ট সিস্টেম’ পরীক্ষা করা, যা ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদী বসবাসের পথ সুগম করবে।

১০ দিনের এই মিশনে নভোচারীরা পৃথিবীকে দুবার প্রদক্ষিণ করে চাঁদের দূরবর্তী পাশ (Far Side) থেকে আরও সাড়ে সাত হাজার কিলোমিটার গভীরে ভ্রমণ করবেন। বর্তমানে রকেটটিকে লঞ্চ প্যাডে স্থানান্তরের কাজ চলছে। উৎক্ষেপণের আগে জানুয়ারির শেষে একটি পূর্ণাঙ্গ মহড়া বা ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত দিনক্ষণ আবহাওয়া ও কারিগরি অবস্থার ওপর নির্ভর করছে। এই মিশন সফল হলে পরবর্তী ধাপে সরাসরি চাঁদের মাটিতে মানুষের অবতরণ নিশ্চিত করবে নাসা। মহাকাশ বিজ্ঞানের এক নতুন যুগের অপেক্ষায় এখন বিশ্ববাসী।

সোশ্যাল শেয়ার