শেষ হালনাগাদ: ১৩ অক্টোবর ২০২৫

“ভয়েস অব বেঙ্গল” (Voice of Bengal)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.vobengal.com, মোবাইল অ্যাপ, বা অন্য যেকোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

এই শর্তগুলো আমাদের ওয়েবসাইট ব্যবহারের নিয়ম ও সীমারেখা নির্ধারণ করে। অনুগ্রহ করে ব্যবহার করার আগে এগুলো মনোযোগ সহকারে পড়ুন।

 কনটেন্ট ব্যবহারের অধিকার

www.vobengal.com-এ প্রকাশিত সকল সংবাদ, প্রতিবেদন, ছবি, ভিডিও, গ্রাফিক্স, লোগো ও ডিজাইন ভয়েস অব বেঙ্গল-এর কপিরাইট দ্বারা সুরক্ষিত

  • কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ, সম্পাদনা, অনুবাদ, বিতরণ বা বিক্রি করা যাবে না।

  • কনটেন্ট শুধুমাত্র ব্যক্তিগত, তথ্যগত বা শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই উৎস হিসেবে “Voice of Bengal – www.vobengal.com উল্লেখ করতে হবে।

  • বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কনটেন্ট ব্যবহার করার আগে লিখিত অনুমতি আবশ্যক।

ব্যবহারকারীর আচরণ

ভয়েস অব বেঙ্গল পাঠকের মতামত ও মন্তব্যকে স্বাগত জানায়, তবে সাইট বা অ্যাপে মন্তব্য করার সময় ব্যবহারকারীকে নিচের আচরণবিধি মেনে চলতে হবে—

  • কোনো মানহানিকর, বিদ্বেষমূলক, অশ্লীল, বিভ্রান্তিকর বা অপমানজনক তথ্য প্রকাশ করা যাবে না।

  • ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি, রাজনীতি বা ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য নিষিদ্ধ।

  • কোনো ধরনের ভুয়া খবর বা ভুল তথ্য প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ।

ভয়েস অব বেঙ্গল প্রয়োজনে কোনো মন্তব্য, পোস্ট বা অ্যাকাউন্ট মুছে ফেলার বা নিষ্ক্রিয় করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

বহিঃসংযোগ (External Links)

www.vobengal.com-এ মাঝে মাঝে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক, বিজ্ঞাপন বা রেফারেন্স থাকতে পারে।
এই লিংকগুলোর কনটেন্ট, নিরাপত্তা বা নীতিমালার জন্য ভয়েস অব বেঙ্গল কোনো দায়ভার বহন করবে না।

আমরা ব্যবহারকারীদের পরামর্শ দিই যে, অন্য ওয়েবসাইটে প্রবেশের আগে তাদের নিজস্ব Privacy Policy ও Terms of Use পড়ে নিন।

দায়স্বীকার (Disclaimer)

ভয়েস অব বেঙ্গল যথাসাধ্য তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করে, তবে—

  • কোনো প্রযুক্তিগত ত্রুটি,

  • তৃতীয় পক্ষের তথ্যভিত্তিক ভুল,

  • বা অনাকাঙ্ক্ষিত ডেটা বিভ্রাটের জন্য www.vobengal.com দায়ী থাকবে না।

আমাদের উদ্দেশ্য হলো নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও যাচাই করা সংবাদ প্রদান করা, তবে যেকোনো অনিচ্ছাকৃত ভুল সংশোধনের অধিকার আমরা সংরক্ষণ করি।

পরিবর্তন ও হালনাগাদ

এই ব্যবহারের শর্তাবলী সময় অনুযায়ী হালনাগাদ হতে পারে।
নতুন সংস্করণ প্রকাশিত হলে তা www.vobengal.com/terms-of-use পাতায় দৃশ্যমান করা হবে।